
নিজস্ব প্রতিনিধি: সারদা মামলায় দশবছর আগে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেইসময় তৃনমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। পরবর্তীতে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। আবার তৃনমুল সঙ্গে তার সম্পর্ক হয়েছে। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সেই কুনাল ঘোষ গ্রেফতারির দশবছর পূর্তিতে আবেগঘন পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে। উল্লেখযোগ্য এদিনই নেতাজি ইন্ডোরে তৃনমূলের বিশেষ অধিবেশন।
গ্রেফতারির দশবছর পূর্তিতে কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট গিয়ে তৈরি হল জল্পনা। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট বলেছেন ‘চক্রান্তমূলক ভাবে ‘ গ্রেফতার করা হয়েছিল। লিখেছেন, “কেন্দ্র ও রাজ্য দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে”। যেভাবে কুনাল ঘোষ কেন্দ্রের পাশাপাশি রাজ্যের এজেন্সির কথা তিনি উল্লেখ করেছেন তা বিশেষ তাৎপর্যপূর্ন। একইসঙ্গে তিনি বলেছেন, দলের তরফে কোনও জনপ্রতিনিধি তিনি হবেন না। প্রসঙ্গত তৃনমূলের তমলুক জেলার দায়িত্ব কুনালকে দেওয়ার পরই মনে করা হচ্ছিল তমলুক লোকসভা থেকে তাকে প্রার্থী করা হতে পারে। আবার একাংশ মনে করছিল সাধন পান্ডের মৃত্যুতে ফাঁকা হওয়া মানিকতলা বিধানসভা থেকে প্রার্থী করা হতে পারে কুনালকে। কিন্তু তার এই পোস্ট সেই জল্পনায় আপাতত জল ঢাললো। যদিও রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিছু হয় না।
প্রসঙ্গত ১০ বছর আগে গ্রেফতারের আগে কান্নায় ভেঙে পড়েছিলেন কুনাল। সেইসময় তিনি ছিলেন বিধাননগরের পুলিস কমিশনার ছিলেন রাজীব কুমার,গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ।