
শেখ এরশাদ, কলকাতা : দোল উৎসবে মাতোয়ারা বাংলা| সাধারণ মানুষ তো বটেই, রঙের উৎসবে মেতে উঠেছেন রাজনীতিবিদরাও| ভোটের আগে বেশকিছু প্রার্থী আবার রঙ মেখেই নেমে পড়েছেন জনসংযোগে. তবে দোলে অন্য মেজাজে ধরা দিলেন কুণাল ঘোষ| রাজনীতি ভুলে খোশ মেজাজে পাড়া ক্রিকেটে মজেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক| প্রতিবেশীদের বলে দেদার ব্যাট চালাচ্ছেন কুণাল| উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের সেই মুহূর্ত ধরা পড়ল ওঙ্কার বাংলার ক্যামেরায়.