
প্রতীতি ঘোষ,শ্যামনগর:
বিশ্বকর্মা পুজোর দিন অন্নপূর্ণা কটন মিলের সামনে বিক্ষোভ শ্রমিকদের। সোমবার শিল্পাঞ্চলের বিভিন্ন মিল ও কারখানায় মহা সমারোহে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। পুজোর আনন্দে মেতে উঠেছেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা ।কিন্তু এতো আলো ও জাঁকজমকের মধ্যেও অন্ধকারে পড়ে রয়েছে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল।প্রায় দেড় মাস আগে অজ্ঞাত কারনে বন্ধ হয়ে গেছে মিলটি। তাই মন ভালো নেই এই কারখানার শ্রমিক ও তাদের পরিবারের। সামনেই দুর্গাপুজো ,কিন্তু তার আগে সংসারে দুবেলা কি ভাবে অন্ন জুটবে তা নিয়েই চিন্তায় রয়েছেন অন্নপূর্ণা মিলের শ্রমিকরা।এবার তাই কারখানা খোলার দাবিতে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর দিন গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা।