
স্পোর্টস ডেস্ক :কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের পরে এবারে ঘরের মাঠে ইডেনের পিচ নিয়ে হতাশা প্রকাশ করলেন লখনউ সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।। এদিন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পরে তিনি বললেন,পিচ আমাকে বেশ হতাশ করেছে। কারণ এটা আমাদের হোম ম্যাচ ছিল। আইপিএলে প্রতিটা দলই কোনও না কোনও ভাবে হোম ম্যাচের সুবিধা পায়। সে দিক থেকে আমাদের কিউরেটর বোধ হয় ভাবেননি এটা আমাদের হোম ম্যাচ। মনে হচ্ছিল পিচটা পঞ্জাবের কেউ তৈরি করেছে।”