
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: চিরাচরিত প্রথা অনুযায়ী শারদীয়া উৎসবের পরেই আসে কোজাগরী লক্ষ্মী পূজো। আর তারই জন্য পুরুলিয়ার চড়িদা গ্রামের অন্যতম মৃৎশিল্পী পবিত্র সূত্রধর, দুঃখহরণ পাল ও তাপস পাল লক্ষ্মী প্রতিমা তৈরিতে দিনরাত এক করে দিচ্ছেন লক্ষী লাভের আশায়।
যদিও এবার প্রতিমা বিক্রির বাজার নেই বললেই চলে ।কারণ এখনো পর্যন্ত একটি প্রতিমাও বিক্রি হয়নি।তাই হতাশার সুর শিল্পীদের গলায়, তবুও প্রহর গুনছেন মৃৎশিল্পীরা প্রতিমা বিক্রির আশায়। চড়িদা গ্রামে প্রায় ৭০ থেকে ৮০ আশিটি পরিবার মৃৎশিল্পের কাজে যুক্ত। উল্লেখ্য এই গ্রাম ছৌ মুখোশ-এর জন্য ভারত বিখ্যাত। গ্রামের শিল্পী গম্ভীর শিং মুড়া তার শিল্পকর্মের দ্বারা পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন।