
নিজস্ব প্রতিনিধি: শনিবার কোজাগরী লক্ষ্মী পুজো। পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে শুক্রবার থেকেই। লক্ষ্মী ঠাকুরের প্রতিমা, ফল, ফুল কিনতে ব্যস্ত সকলে। তবে লক্ষ্মী পুজোর আগে বাজার অগ্নি মূল্য। বাজারে গিয়েই রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে আম বাঙালিকে। ঠাকুরের প্রতিমা থেকে শুরু করে ফল, ফুল, ধানের ছড়া,প্লাস্টিকের আলপনা,সবজি আনাজ, দশকর্মার জিনিসপত্র সবই আগুন দাম। ছোট থেকে বড় সব লক্ষ্মী ঠাকুরের প্রতিমা গুলিরই দাম প্রচুর। ছোট প্রতিমা গুলি বেশিরভাগ বাজারেই শুরু হচ্ছে ৫০০ থেকে। অন্যদিকে মাঝারি প্রতিমার দাম ১০০০ – ২০০০ এর মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিবছর লক্ষ্মী পূজার আগের দিন প্রতিমার পাশাপাশি ফল ফুলের দামও বেশি হয়। সেই একই চিত্র এবারও দেখা গেল প্রত্যেক বাজারে। সব মিলিয়ে লক্ষ্মীপুজোর বাজার করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে আম বাঙালিকে।