
তামসী রায় প্রধান,কলকাতাঃ হুগলীর প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে লালবাজারে তলব করল কলকাতা পুলিশ। রবিবার বিকেলে তাঁকে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। আরজি করে নির্যাতিতা চিকিৎসকের নাম পরিচয় প্রকাশের জন্য তাঁকে লালাবাজারে ডাকা হয়েছে বলে খবর।
যে কোনও যৌন নির্যাতন বা ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ না করার আইন রয়েছে। এবিষয়ে, দেশের শীর্ষ আদালতেরও নির্দেশ রয়েছে। কিন্তু তার পরেও সমাজমাধ্যমে মৃত চিকিৎসকের নাম-ছবি এবং পরিচয় বার বার প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ। লকেটও প্রথমে এক বার তা প্রকাশ করেছিলেন। তার জেরেই তাঁকে লালবাজারে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার নাম প্রকাশ এবং সমাজমাধ্যমে ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য দুই চিকিৎসককেও তলব করেছে লালবাজার।
লকেটের দাবি, ‘আমি কোনও তলবের চিঠি এখনও হাতে পাইনি। প্রথমে এক বার আমি ভুল করে নির্যাতিতার নাম প্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করে ফেলেছিলাম। কিন্তু তার পর ভুল বুঝতে পেরে সেই পোস্ট মুছে দিয়েছি।