
নিজস্ব প্রতিবেদক, কলকাতা : পুলিশের আগাম অনুমতি ছাড়া শহরে কোনও মিছিল-মিটিং করা যাবে না। মঙ্গলবার লালবাজারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল। এবার লালবাজারের এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বহু আন্দোলনকারী।তাঁদের অভিযোগ, শহর ও শহরতলীতে একাধিক প্রতিবাদ কর্মসূচির অনুমতি দিচ্ছে না পুলিশ। রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ, চাকরিপ্রার্থী সকলেই একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন।মামলা করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা। এদিকে ধর্মতলা ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছে ফরওয়ার্ড ব্লক। কিন্তু তাদের সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাদের। কিন্তু সেই সময়সীমা বদলের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ফরওয়ার্ড ব্লক।আবেদনকারীরা চাইছে ২৪ ঘন্টার জন্য ধর্নার অনুমোদন দেওয়া হোক।মৌখিকভাবে মামলা গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
এই মামলারও বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা।কারিগরি ভবনের সামনে বৃহস্পতিবার ধর্নায় বসতে চায় ভোকেশনাল চাকরি প্রার্থীরা। ধর্নায় বসার অনুমোদন দেয়নি পুলিশ। তাঁরা ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মামলা গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বাকি মামলাগুলির সঙ্গেই এই মামলার শুনানি সম্ভবনা বৃহস্পতিবার।