
প্রতীতি ঘোষ,হালিশহর:
বুধবার সংসদে স্মোক বম্ব নিয়ে হামলার ঘটনা চাঞ্চল্য ফেলেছে দেশ জুড়ে।এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । তৈরি করা হয় পাঁচ সদস্যের টিম। ।বর্তমানে সংসদ ভবনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝার খোঁজ চালাছে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই ললিত ঝার সঙ্গে বাংলার একটি যোগ সূত্র রয়েছে।
সংসদ ভবনে হামলার তদন্তে নেমে দিল্লি পুলিশ জানতে পেরেছে ললিত ঝা কিছুদিন কলকাতার বড় বাজারে ছিলেন।হালিশহরের জেঠিয়া নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ রয়েছে ললিত ঝার বলেও সূত্রের খবর । তাই দিল্লি পুলিশের নীলাক্ষ কে জিংগাসাবদের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে । নীলাক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি একটি এনজিও সংস্থায় কাজ করেন ।সেই কাজের সুত্রে কলকাতার একটি অনুষ্ঠানে আলাপ হয়েছিল ললিতের সঙ্গে । খুব বেশি যোগাযোগ ছিলনা। তবে এই বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে তিনি পুলিশ কে সাহায্য করতে প্রস্তুত
পাশাপাশি তিনি আরো জানিয়েছেন বৃহস্পতিবার সকালে দিল্লী পুলিশের এক উচ্চ আধিকারিক ফোনে কথা বলেন নীলাক্ষ এর সঙ্গে।
উল্লেখ্য দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে সংসদ ভবনে হামলার আগে ললিত ঝা অভিযুক্ত চারজনের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন গুরুগ্রামে।তাই ললিত খোঁজে এখন জোর তল্লাশী শুরু করেছে দিল্লি পুলিশ