
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবক ও যুবতীর,গুরুতর আহত আরও এক যুবক।মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি-চালসাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের বিচাভাঙ্গা রেলওয়ে ক্রসিংয়ের সামনে। বাইক সহ ওই তিনজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত দুজনের দেহ উদ্ধার করে পুলিশ ।আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।অপরদিকে স্থানীয় একাংশের দাবি, লাটাগুড়ি থেকে চালশা যাবার পথে একটি অসামপ্ত ফ্লাই ওভার ব্রিজ রয়েছে। কিন্তু সন্ধ্যে হওয়ার পরেই ব্রিজের ওঠার মুখের গাড়ি দাঁড় করিয়ে বিভিন্ন অসামাজিক কাজ করে দুষ্কৃতীরা। অন্ধকার এবং রাস্তায় গাড়ীগুলি থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসির। দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া অপর যুবকের অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর।