
সাহানা বসু: ২৮ শে অক্টোবর শনিবার কোজাগরী লক্ষী পূজো। উমা ফিরে যাওয়ার পর যখন হৃদয় ভারাক্রান্ত সকলের ঠিক তখনই মর্ত্যে আগমন উমাকন্যা লক্ষ্মীর। বাংলার ঘরে ঘরে চলছে লক্ষ্মীপুজোর তোড়জোড়। তবে এ বছর কিন্তু কোজাগরী পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ রয়েছে অর্থাৎ বলতে গেলে গ্রহণ গ্রাসে কোজাগরী। তবে তাই বলে কি লক্ষ্মীপুজো দেওয়া যাবে না? এই প্রশ্ন আপনার মনে উঁকি দিতেই পারে। তবে না ভয় পাওয়ার কারণ নেই পূজো আপনি দিতে পারবেন তবে এর জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়। সে বিষয়ে জানতে হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।কে জাগতি? এই কথা থেকে কোজাগরী কথাটির উৎপত্তি। এদিন ধন-সম্পত্তির দেবী লক্ষ্মী গৃহস্থের ঘরে রাতে পদার্পণ করেন বলে বিশ্বাস। সেই সময় কারো ঘরের দরজা বন্ধ থাকলে দেবী লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন না। তাই কোজাগরী পূর্নিমার দিন অনেকেই গোটা রাত জেগে কাটান। এবছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৮ শে অক্টোবর ভোর ৪টে বেজে ১৭ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ২৯ শে অক্টোবর ভোর রাত ১টা ৫৩ তে। চন্দ্রোদয়ের সময় সন্ধে ৫টা বেজে ২০ মিনিট।২৮শে অক্টোবর বেলা ১১টা ৩৯ মিনিট থেকে ২৯শে অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত রয়েছে কোজাগরী লক্ষ্মীপূজোর সময়। এবার জেনে নিন গ্রহণের সময়।২৮ শে অক্টোবর রাত ১টা ৫ মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণের মোক্ষকাল রাত ২টো ২৪ মিনিট। সূতক সময় শুরু হবে বিকেল ৪টা ৫ মিনিট থেকে । গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাপ্ত হবে সূতক কাল। শাস্ত্র অনুযায়ী এই সূতককালে পুজো করা উচিত নয়। তাই ২৮ তারিখ এই সূতক সময় শুরু হওয়ার আগেই সম্পন্ন করতে হবে লক্ষ্মীপূজো।