
সুখ-শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য শনিবার ঘরে ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন চলছে। শাস্ত্র মতে, দেবীলক্ষ্মী ধনসম্পদ ও সৌভাগ্যের প্রতীক। তাই কোজাগরীর পূর্ণিমায় তাঁকে মর্ত্যে আহ্বান জানানোর জন্য বিশেষ আচারবিধি মেনে পুজো করা হয়। শুধু গৃহের নয়, সমাজেরও কল্যাণের কারণে দেবী লক্ষ্মীকে পূর্ণ মর্যাদায় আরাধনা করা রীতি রয়েছে। তাই এই পুজোকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ বলে মনে করা হয়।
শনিবার বাংলার ঘরে ঘরে যখন লক্ষ্মী পুজোর আয়োজন চলছে, তখন সারাদেশে, পালন হচ্ছে আজ শারদ পূর্ণিমা। এই শারদ পূর্ণিমা উপলক্ষে এদিন ভোর থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গা নদীতে পুন্য স্নান করছেন ভক্তরা। পাশাপাশি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শারদ পূর্ণিমা উপলক্ষে ভক্তরা সাং ও পুজা পাঠ করেন তারা।