
উজ্জ্বল হোর,জলপাইগুড়ি: রবিবার সন্ধ্যাবেলা এক বৃদ্ধাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে দলগাঁও বন সংলগ্ন ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ অঞ্চলের আলিনগর গ্রামের অতীতপাড়া এলাকায়। বছর ৬৫- র বৃদ্ধার নাম সরোদিনী রায়।
রবিবার সন্ধ্যাবেলা কলতলায় মুখ ধোয়ার সময় হঠাৎ একটি চিতাবাঘ ওই বৃদ্ধার উপর আক্রমণ চালায় এবং তাকে কিছুটা দূরে টেনে নিয়ে যায় । বাঘের আক্রমণে বৃদ্ধার মাথা থেকে ধড় আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। পরে ওই বৃদ্ধার দেহটি জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে নিয়ে যায়। । বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে দলগাঁও বন থেকে বেরিয়ে এসে এলাকার বাসিন্দাদের হাঁস, মুরগি,ছাগল, শুয়োর খেয়ে ফেলছিলো চিতাবাঘটি । রবিবার সন্ধ্যায় বৃদ্ধাকে আক্রমণ করে সেই চিতাবাঘটি । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।