
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ লেপার্ডের হানায় জখম এক চা শ্রমিক। রবিবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনে। জখম চা শ্রমিকের নাম শশীকলা পান্না।
সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শশীকলা কাঁচা পাতা তুলছিলেন। হটাৎ একটি লেপার্ড তাঁর ওপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় বাঘে মানুষের লড়াই। অল্প কিছুক্ষণের মধ্যেই চম্পট দেয় লেপার্ডটি। অন্য শ্রমিকরা শশীকলাকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর, সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যে গোটা ঘটনা বন বিভাগকে জানান হয়েছে। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, ‘আহতর চিকিৎসার খরচ বন দফতর বহন করবে। তিনি আরও বলেন, শ্রমিকদের কাজের সময় সবসময়ই সতর্ক থাকতে বলা হয়।