
অরূপ পোদ্দার, শিলিগুড়িঃ সমকামী বিয়েকে আইনি মর্যাদা প্রদান, সন্তান দত্তক নেওয়ার অধিকার সহ একাধিক দাবিতে শক্রবার শিলিগুড়িতে হল LGBTQ+ কমিউনিটির “প্রাইড ওয়াক”।
শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে বাঘাযতীন ময়দানের সামনে এসে, সেখানে নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই মিছিল শেষ হয়।
মূলত LQBTQ+ কমিউনিটিকে তাদের উপযুক্ত মর্যাদার দাবিতে তারা এই মিছিল করে থাকে প্রতিবছর। শিলিগুড়ি সহ সারা বাংলার সহকামীদের একটি অংশ এদিন মিছিলে পা মেলায়।