
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: দুর্গা পুজোতে লক্ষ্ণী লাভ রাজ্যের আবগারি দফতরের। পুজোর সপ্তাহে মোট ১৪৮ কোটি টাকার মত বিক্রি হয়েছে গ্রেটার কলকাতায়। গত বছরের থেকে এই বছর মদ বিক্রির পরিমাণ ২০% বেশি। এই বছর কলকাতায় পুজোর সময় বিপুল জনসমাগম দেখা গিয়েছে। পাশাপাশি, সকাল থেকে রাত মদের দোকানে চোখে পড়েছে লম্বা লাইন। ফি বছরই পুজোর সময় মদ বিক্রি হয় কোটি কোটি টাকার। ২০২৪ সালের ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে মদ বিক্রি হয়েছে ১৪৮ কোটি টাকার। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের তুলনায় চলতি বছর মদ বিক্রির পরিমাণ প্রায় ২০% বেশি। আবগারি দপ্তর সূত্রে খবর, কলকাতার চারটি অংশ অর্থাৎ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বিধাননগর এবং আলিপুর এই চার জেলা মিলিয়ে প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি গড়ে মদ বিক্রি হয়েছে এ বছর পুজোয়। আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, পুজোর সময় ছাড়া বছরের অন্যান্য সময় প্রতি মাসে গোটা রাজ্যে মদ বিক্রি হয় প্রায় ৩০০ কোটি টাকার। জানা গিয়েছে, চলতি বছরের পুজোয় অষ্টমী,নবমী এবং দশমীতে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে বাংলায়। যেহেতু এবারের অষ্টমী ও নবমী একই তিথিতে পড়েছিল তাই এটিকে একদিন এবং বিজয়া দশমীর দিনটিকে একদিন হিসেবে ধরা হচ্ছে। ফলে টানা দুদিন ব্যাপক পরিমাণে মদ বিক্রি হয়েছে বাংলা জুড়ে।