
নিজস্ব প্রতিনিধিঃ এবছর পুজোর দিনগুলিতে রেকর্ড মদ বিক্রি হয়েছে বঙ্গে। পাঁচ দিনে রেকর্ড লক্ষ্মীলাভ করেছে মমতা সরকার। সূত্রে খবর, এবার বাংলায় পুজোর পাঁচ দিনে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয়েছে রাজ্যের। আবগারি দফতর জানিয়েছে ষষ্ঠীতেই রাজ্যে ৫ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। সপ্তমীতে বিক্রি হয়েছে ১৫০ কোটি টাকার। আর এই মদ বিক্রিতে রেকর্ড করেছে নবমী। ওই দিন রাজ্যে মদ বিক্রি হয়েছে ২০০ কোটিরও বেশি। পাঁচ দিনের মোট আয় হয়েছে ৬০০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। বঙ্গে সবাইকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। যেখানে ৩০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। তবে শুধু পূজার পাঁচ দিনের পরিসংখ্যান দেখলেই হবে না। ৩০ শে অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান জানলে আপনার চোখ রীতিমতো চোখ কপালে উঠবে! অক্টোবর মাসে প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি মদ বিক্রি হয়েছে মামতা বন্দ্যোপাধ্যের রাজ্যে।