
সুনন্দা দত্ত, হুগলি :সামনেই লোকসভা ভোট। সংগঠন পোক্ত করতে মাঠে নেমে পড়েছে তৃণমূল। কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। সেই সঙ্গে স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা, কে হবেন প্রার্থী। এই আবহে এবার হুগলি জেলায় বিজেপি দলে বাড়ছে অস্বস্তি। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা, “কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।” এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, “দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।” এই নিয়ে এবার মুখ খুললেন সাংসদ। তিনি বলেন, ‘বিজেপি নয়, বিজেপির নাম করে তৃণমূলই পোস্টার দিয়েছে তাঁর বিরুদ্ধে’. ঘাসফুল শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘লকেটে জুজু দেখছে তৃণমূল’.
উল্লেখ্য, এর আগেও এলাকায় লকেটকে ঘিরে ‘গো ব্যাক ‘ স্লোগান উঠেছিল। সপ্তাহ দুয়েক আগে হুগলির ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। আর এবার সরাসরি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ায় তুঙ্গে রাজনৈতিক তরজা।