
নিজস্ব প্রতিনিধিঃ লাল বাজারে নিয়ে আসা হল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। শুক্রবার লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের পক্ষ থেকে ভোজেরহাটে বাধা দেওয়া হয় তাঁদের। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির মহিলা কর্মীরা। দীর্ঘক্ষণ পুলিসের সঙ্গে তর্কাতর্কি হওয়ার পর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ ৭ সদস্যের বিজেপির মহিলা প্রতিনিধি দলকে গ্রেফতার করে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সিআরপিসি ১৫২ ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সন্দেশখালির বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি থাকার কারণে তাঁদের বাধা দেওয়া হয়েছিল পুলিসের পক্ষ থেকে। তাঁরা সেখানে পৌঁছলে নতুন করে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য এই ধারা প্রয়োগের মধ্য দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। সেখান থেকে তাঁদের আটক করে এই মুহূর্তে কলকাতা পুলিসের সদর দফতর লালবাজারে আনা হয়েছে।