
নিজেস্ব প্রতিনিধিঃ ১ জুন শেষ দফার ভোটে ১ হাজার ৯০০ ক্যুইক রেসপন্স টিমে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবে ৬০০ ক্যুইক রেসপন্স টিম। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যার মধ্যে কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
বারুইপুরে থাকছে ১৬০কোম্পানি। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ ২৪ জেলার আওয়ায় ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সূচি অনুযায়ী ১ জুন সকাল ৭টাতে শুরু হবে ভোটগ্রহণ।