
শেখ এরশাদ, কলকাতা : ছ দফার ভোট শেষ. বাকি রয়েছে আর একটা দফা. ১ জুন রাজ্যে ভোট রয়েছে ৯ টি লোকসভা আসনে. এবার ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন চালু করা হবে. প্রেস রিলিজে এমনটাই জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র.
তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখ্যক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১লা জুন এবং ২রা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ (সাউথ) এর উদ্দেশ্যে কিছু স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নামখানা – শিয়ালদহ স্পেশাল ১লা জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে. ২রা জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ডায়মন্ড হারবার- শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
অন্যদিকে, ক্যানিং – শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে। এছাড়াও, ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ EMU লোকাল ২রা জুন রাত ১২:০৫ এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।
প্রসঙ্গত, ১ জুন ভোট হবে দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মণ্ড হারবার এবং যাদবপু লোকসভা কেন্দ্রে. ভোটকর্মীদের যাতে কোনওরকম অসুবিধা সে জন্যই এই স্পেশাল ট্রেনগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনের তরফে.