
প্রতীতি ঘোষ,ব্যারাকপুরঃ ফের প্রকাশ্যে ব্যারাকপুরের গোষ্ঠীদ্বন্দ্ব জেরে অস্বস্তি বাড়ছে শাসক তৃণমূলের অন্ধরে। আবারও জংলি বলে অর্জুন সিংকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় পোস্টার। যেই পোস্টারে লেখা টাইগার ইজ ব্যাক। সঙ্গে অর্জুন সিং এর ছবি। আর সেই পোস্টার নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, বাঘ শহরাঞ্চলে থাকে না, থাকে জঙ্গলে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে শাসক তৃণমূলের দুই নেতা সোমনাথ শ্যাম আরও অর্জুন সিং এর তর্ক বিতর্ক বারবার প্রকাশ্যে এসেছে। দুই নেতাকে দল থেকে বার বার সাবধান করে সমস্যা মেটেনি। লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে ব্যারাকপুরের গোষ্ঠীদ্বন্দ্ব অস্বস্তি বাড়ছে দলের।