
প্রতীতি ঘোষ, বনগাঁ: দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, সামনেই তৃতীয় দফার ভোট গ্রহণ, ঠিক তার আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিস পেল নির্বাচন কমিশন এবং আয়কর বিভাগ। না অন্য কনও রাজ্যে নয়। খোদ এই বাংলার বনগাঁ থানার এলাকার ব্যবসায়ী কুমারেশ হালদারের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা।
ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হাদিস। এই টাকা কার, কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্যের দল। গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে আয়কর বিভাগের। সূত্রের খবর, বনগাঁ থানার পুলিশের কাছে খবর আসে, বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনরকম সদ উত্তর না দিতে পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা হদিস মিলেছে।