
শেখ এরশাদ, কলকাতা : লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা আর মাত্র কিছুদিনের অপেক্ষা। অবাধ, শান্তিপূর্ণ ভোট করাতে আগেভাগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে তাও চিন্তা যাচ্ছে না ভোট কর্মীদের একাংশের। এই আবহে ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে এবার সরব মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। মঙ্গলবার ডালহৌসির বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সামনে থেকে মিছিল করেন সমিতির সদস্যরা। মূলত, তিনটি দাবিকে সামনে রেখে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে ডেপুটেশন জমা দেন তাঁরা। তাঁদের দাবি, যখন ভোট কর্মীরা নির্বাচনের জন্য যাবেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য স্কুলে স্কুলে ক্যাম্প করা হয়েছে। এর ফলে, ব্যাহত হচ্ছে পঠনপাঠন। অনেক স্কুলের পরীক্ষা পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির। তাদের দাবি, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পড়াশোনা বন্ধ না হয়, সেদিকটাও নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তাঁরা বলছেন, ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্য করা যাবে না। এই দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের বাইরে বিক্ষোভ দেখান মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সদস্যরা।