
সোমনাথ মুখোপাধ্যায়ঃ এবার লোকসভা নির্বাচনে বাংলায় ৩০ থেকে ৩৫ আসন পাবে তৃণমূল কংগ্রেস। এমনটাই ভবিষ্যতবাণী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । কুণালের ভবিষ্যতবাণী নিয়ে কটাক্ষ বাম, কংগ্রেস বিজেপির।
ভবিষ্যতবাণী করলেন কুণাল ঘোষ। রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে লোকসভা আসন প্রাপ্তি নিয়ে পোস্ট করেন কুণাল। তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫ আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একি কথা বলেন তিনি।
তৃণমূলের প্রক্তন রাজ্যসভার সংসদ কুণাল ঘোষের দাবি, ভোট শতাংশে গড়ে ৫৮ থেকে ৬২ শতাংশ ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি ৩০ থেকে ৩২ শতাংশ। বিজেপি আসন থাকবে ৫ থেকে ১১ এর মধ্যে।
বাম এবং কংগ্রেসকে নিয়ে কুণালের ভবিষ্যতবাণী, বাম কংগ্রেস একটি আসনও পাবে না। কুণালের ভবিষ্যতবাণী নিয়ে কটাক্ষ বিরোধীদের। বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী কটাক্ষ করে কুণাল ঘোষকে টিয়া পাখী নিয়ে হাজরা মোড়ে বসার উপদেশ দিয়েছেন।