
ব্যুরো রিপোর্ট : সামনেই লোকসভা ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের জেলায় জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি শহরের অলিগলিতেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। খুশি ভোটাররা। ইতিমধ্যেই চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে জেলায় বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এদিকে ঝাড়গ্রামে নির্বাচন কমিশনের নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে। জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার মহাপাল, ভক্তাপাট, পেটবেন্ধী, লালগড় সহ বিভিন্ন প্রান্তে চলছে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল শুরু করাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয়রা।
উল্লেখ্য, ক’দিন আগেই কলকাতায় এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পুলিশ- প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে ওই বেঞ্চ। কমিশনের বার্তা স্পষ্ট, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে হবে।