
ওঙ্কার ডেস্ক : মঙ্গলবারের মধ্যেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে হবে, না হলে বামফ্রন্ট ক্ষতিগ্রস্ত হবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন,’দু নৌকায় পা দিয়ে চলছে কংগ্রেস। তারা সিদ্ধান্ত নিতে পারছে না, কার সঙ্গে লড়বে’। তাঁর সংযোজন, ‘লোকসভা ভোটে সিপিআই মাত্র তিনটি আসনে লড়ে। সে ক্ষেত্রে কংগ্রেসকে আসন ছাড়া উচিত বড় শরিক সিপিআইএম-এরই। এ ক্ষেত্রে আমাদের তেমন কোনও ভূমিকা নেই’। প্রসঙ্গত, দলীয় কাজে দিল্লিতে রয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি ফেরার পরই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট বলে খবর সূত্রের।