
শেখ এরশাদ, কলকাতা : পাখির চোখ লোকসভা নির্বাচন। ৪২ টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করছে গেরুয়া শিবিরও। কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও ১৬ টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। আর নির্ঘণ্ট ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন সব দলেরই প্রার্থীরা। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর ভোটের প্রচার মানেই দলীয় পতাকা মাস্ট। ভোটের মরসুমে তাই রাজনৈতিক পতাকার চাহিদা তুঙ্গে। পতাকা ব্যবসায়ী রোহিত গুপ্ত বলেন, ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই চাহিদা বেড়েছে দলীয় পতাকার। শুধুমাত্র কলকাতা নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, অর্ডার আসছে সব জায়গা থেকেই।
প্রচারের জন্য শুধু পতাকা নয়, সেই সাথে থাকছে গেঞ্জি, ছাতা, মাস্ক। থাকছে রিস্ট ব্যান্ড, ক্যাপ, উত্তরীয়ও। ভোট ঘোষণা হয়ে যেতেই কাজের চাপ বেড়েছে। সব রাজনৈতিক দলই চাইছে, তাদের যেন তাড়াতাড়ি পতাকা দিয়ে দেওয়া হয়। ভোটের বাংলায় তাই নাওয়া-খাওয়া ভুলে পতাকা তৈরিতে ব্যস্ত এই ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা।