
নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার মুখে মতুয়া গড়ে ভাঙন! নির্বাচনে তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়ারা। বারাসত, বনগাঁ এবং কৃষ্ণনগর এই তিন আসনে স্বাধীনভাবে প্রার্থী দেবে ‘শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন’। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরে।
২০১৯ সাল থেকে মতুয়াদের সঙ্গে বিজেপির রসায়ন বেশ শক্ত। ২০১৯ লোকসভার আগে থেকেই মতুয়াভূমে শক্ত জমি তৈরি করেছে বিজেপি। মতুয়া ভোটের আধিক্য থাকা বনগাঁ এবং রানাঘাটে ফুটেছিল পদ্ম। মতুয়াদের অন্যতম নেতা দেবব্রত রায়ের অভিযোগ, রাজ্যে মতুয়া জনজাতিদের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাদের কথা ভাবাই হয়নি কখনও। তাই এবার রাজ্যের তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়া সংগঠন।
দেবব্রত আরও বলেন, সিপিআইএম জমানার শেষ থেকে মতুয়াদের নিয়ে রাজনীতি শুরু হয়েছে। তারপর তৃণমূল এবং বিজেপি তা করে চলেছে। কিন্তু আসল যাঁরা ভক্ত, তাঁরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গিয়েছেন। তাই আমরা চেয়েছি আমাদের প্রার্থী জিতুন। তাই তিন কেন্দ্রে স্বাধীন প্রার্থী দেওয়া হচ্ছে।