
অনুসূয়া সিনহা, দুর্গাপুরঃ পঞ্চায়েত ভোটের আবহেই শুরু হলো আগামী লোকসভা ভোটের প্রস্তুতি। পশ্চিম বর্ধমান জেলা শাসক দফতর সূত্রে জানা গেছে আগামী ২০ শে জুলাই দুর্গাপুরে অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটদের নিয়ে বৈঠক করবেন। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান,বাঁকুড়া, বীরভূম,পুরুলিয়া জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক হবে।
সভার স্থান হিসাবে দুটি জায়গার নাম প্রস্তাব হিসাবে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবে জেলা প্রশাসন। এডিডি এ বোর্ড রুম অথবা সৃজনী হলের নাম প্রস্তাব হিসাবে পাঠাতে পারে জেলা প্রশাসন, বলে খবর।
নতুন করে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি, ভূয়ো ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশন এই পর্যায়ে কড়া মনোভাব দেখাবে বলে অনুমান। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা জাতীয় নির্বাচন কমিশনের স্ক্যানারে রয়েছে। নির্বাচন প্রক্রিয়া থেকে পর্যায় ক্রমে তাদের বাদ দেওয়া হবে বলে অনুমান।