
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা। নবীন – প্রবীণ ভারসাম্য বজায় রেখে প্রকাশ হয়েছে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা। মোট ৪০ জন তারকা প্রচারক রয়েছেন তালিকায়। চমকপ্রদ ভাবে এই তালিকায় নাম নেই কাঞ্চন মল্লিক, গতবারের সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহানের। নাম রয়েছে, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী মানস ভুইয়াঁ, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, দেব, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, জুন মালিয়া, পার্থ ভৌমিক সহ এক ঝাঁক টলি তারকাদের।