
নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মামলায় স্বস্তি বিরোধী দলনেতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ থেকে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করার আবেদন খারিজ করলো হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, ওইদিন তিনি যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্দিষ্ট ভাবে কাউকে নয়, খুব সাধারণভাবে ব্যবহার করেছেন। তবে এমন পদ মর্যাদার মানুষদের পাবলিক প্লেসে এমন ধরনের মন্তব্য করা উচিত নয় বলে মনে কইরে আদালত। সেক্ষেত্রে ওই ব্যক্তির পদের প্রতি মানুষের খারাপ ধারণা হতে পারে। কিন্তু তারপরেও আদালত মনে করে শুভেন্দু র সেদিনের কু-মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলার কোনো ধারা প্রয়োগ করা যায় না। ১৭ ও ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।