
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী কড়া হতেই সক্রিয় সি আই ডি সহ অন্যান্য তদন্তকারী সংস্থা. জাল লটারি টিকিটের মাথা কে, খুঁজতে ডুয়ার্সে অভিযান, আটক তিন।
শুক্রবার ধূপগুড়ি মহকুমার খট্টিমারি বাজারে আচমকা হানা দেন সিআইডি-র আধিকারিকরা. তারপর লটারি বিক্রেতাদের তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় ধরে অভিযোগ উঠছিল বিপুল হারে টিকিট বিক্রি হলেও পুরস্কার পাচ্ছেন না ক্রেতারা। কার্যত জাল লটারির কারবারে ছেয়ে গিয়েছে। সূত্র মারফত খবর, এই জাল লটারির কারবার রুখতেই এই ধরপাকর। আটক তিন জনকে ধুপগুড়ি থানায় নিয়ে এসেছে সিআইডি. তাদের থানার ভেতরে জেরা করা হচ্ছে বলে স্থানিয় সুত্রে জানা গিয়েছে।