
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যখন জাল লটারির কারবারের পর্দাফাঁস হচ্ছ, তখন আবারো বড় সাফল্য পেল বাগডোগরা থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি থেকে দেবিগঞ্জগামী একটি বাসকে বাগডোগরা সংলগ্ন পানিঘাটা মোড়ে আটক করে তল্লাশি চালালে সেই বাসের ভেতর থেকে উদ্ধার হয় এক লক্ষ ৭৬ হাজার লটারি। এই লটারিগুলি জাল বলে প্রাথমিক অনুমান পুলিশের. এই লটারি গুলিকে আটক করে বাগডোগরা থানায় নিয়ে আসা হয়। এই লটারিগুলির আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বাগডোগরা থানার পুলিশ।