
ওঙ্কার ডেস্ক:অপরাজিতা বিলের সমর্থন কর্মসূচিতে বিরোধীদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য লাভলি মৈত্রর ।” আর জি কর কাণ্ডের প্রতিবাদে ,
রাত দখলের নামে চলছে নাচন কোদন” সোনারপুরে তৃনমূলের ধর্না কর্মসূচি থেকে বিরোধীদের এই ভাষাতেই জোরালো আক্রমণ করেছেন লাভলি মৈত্র। তৃণমুলের কর্মসমিতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশ অনুসারে, রবিবার রাতে অপারাজিতা বিলের সমর্থনে সোনারপুরে ধর্না কর্মসূচীর আয়োজন করেছিল স্থানীয় তৃনমূল নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। কর্মসূচী থেকে সিপিএম ও বিজেপিকে বেনজির কটাক্ষ করেন তিনি, বাদ যাননি প্রতিবাদে সামিল হওয়া নাগরিক সমাজের প্রতিনিধিরাও। তিনি বলেন,” ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, আসলে ওরা নাটক করেছে রাস্তায়।। রাত দখলের নামে এই কয়েকদিন শহরজুড়ে অরাজকতা চলেছে।। তিনি আরো বলেন ” বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে সারারাত একসাথে থাকা , গান-বাজনা , নেশা-ভান , বিরিয়ানি খাওয়া , সারারাতটা এই সবই হয়েছে” পাশাপাশি তার প্রশ্ন সত্যিই কি তারা তিলোত্তমার বিচার চায়, নাকি তিলোত্তমার মায়ের কান্নাকে ও যন্ত্রণাকে কাজে লাগিয়ে নিজেদের একটু আনন্দ ফুর্তি করা ও রাজনৈতিক মুনাফা লাভ করা।