
ওঙ্কার ডেস্ক:কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তেজনা মিরপুরের নারায়ণপুর এলাকায়। পরিবারের অভিযোগ কিশোরীর প্রাক্তন প্রেমিক কিশোরীকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গেছে কিশোরীকে ৩ দিন ধরে খোঁজার পর তারা এই ঘটনাটি কথা জানতে পারেন।
পুলিশ সুত্রে খবর, কোর্টের অনুমতি পত্র না আসা অবধি মাটি খোঁড়ার কাজ শুরু করা যাবে না। পরিবারের সদস্যরা দোষীদের ফাঁসির দাবী করেছে। । ঘটনাটির দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রশাসন বলে জানা গেছে।
কিশোরীর মামা বলেন, ৩ দিন ধরে মেয়েকে খুঁজে পাচ্ছিনা, তারপর জানতে পারি মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। পুলিশ এখনও দেহ উদ্ধার করতে পারেনি। আমারা দোষীদের শাস্তি দাবী করছি।