
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ অগাস্টের প্রথম দিনেই সুখবর আম জনতার জন্য। কমলো এলপিজি সিলিন্ডারের দাম। তেল বিক্রয়কারী সংস্থাগুলো মঙ্গলবার থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে। তবে কমেনি বাড়িতে রান্না করার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।
রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি সাধারণত মাসের প্রথমেই গ্যাসের দাম কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু অগাস্টের প্রথম দিনেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে। কিন্তু ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১১২৯ টাকাই রয়েছে। বানিজ্যিক গ্যাসের দাম কমলেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হয়নি।
১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে দাম জুলাই মাসে বেড়েছিল ৭ টাকা। তবে এপ্রিল, মে ও জুন মাসে দাম কমানো হয়েছিল বানিজ্যিক সিলিন্ডারের। ১ লা অগাস্ট মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৮০২ টাকা, দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬৮০ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে দাম হয়েছে যথাক্রমে ১৬৪০.৫০ টাকা এবং ১৮৫২.৫০।