
শান্তনু পান: খড়গপুর: রবিবার তৃনমূলের শহীদ সভায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে এসে যোগ দিয়েছিলেন কয়েক হাজার কর্মী ও সমর্থক ।তাদের সঙ্গে দেখা গেছিলো স্বয়ং মা লক্ষ্মীকে। তাকে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছিলো খড়গপুর হিজলী স্টেশনে। কিন্তু তৃনমূলের সমর্থকদের ভিড়ে ধণ ও ঐশ্বর্যের দেবী এলেন কোথা থেকে। আসলে লক্ষীর ভান্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রাজ্য জুড়ে। এবং লোকসভা নিবার্চনে জয়লাভের পিছনে লক্ষির ভান্ডারের অবদানের কথা স্বীকার করেছেন বিরোধীরাও । আর তাই তৃনমূলের কর্মী ও সমর্থকদের মিছিলে আবির্ভাব ঘটেছে মা লক্ষী রূপে সজ্জিত এক তৃনমূল মহিলা সমর্থকের। ওই মহিলাকে লক্ষী ভান্ডার হাতে নিয়ে খড়গপুর আইআইটি গেট থেকে খড়গপুর হিজলী স্টেশন অব্দি intuc এর নেতৃত্বে একটি রেলিতে যোগ দিতে দেখা গেছে। রেলির নেতৃত্ব দিয়েছেন সদ্য সিপিআই থেকে আসা আইএনটিটিইউসি নেতা আইয়ুব আলি। এই র্যালিতে মা লক্ষ্মী কে দেখা গেছে লক্ষী ভান্ডারের নিয়ে এই র্যালিতে হাঁটতে। কখনো দেখা গেছে হিজলি স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছেন তিনি আবার কখনও দেখা গেছে মিছিলে হাঁটতে।এবং লক্ষী রুপি সমর্থক জানিয়েছেন আমরা লক্ষী ভান্ডার পাই তাই মমতাকে ধন্যবাদ জানাতে একুশে জুলাই এর সভাতে যোগদান দিতে যাচ্ছি।