
শেখ এরশাদ, কলকাতা: মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক। গুরুতর আহত চার। শুক্রবার তখন রাত প্রায় সাড়ে বারোটা। পার্কসার্কাসের দিক থেকে চিংড়িহাটার থেকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিলেন। সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি। উপড়ে যায় ল্যাম্পপোস্ট। খবর যায় পুলিশ ও অ্যাম্বুলেন্সের কাছে। ডিএমজি এবং সিইএসসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনা স্থলেই প্রাণ হারান গাড়ি চালক। এরপর কাটারের সাহায্যে গাড়িটি কেটে গাড়ির ভেতরে থাকা চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। গাড়ির ভিতরে থাকা চার আরোহী গুরুতর আহত বলে জানা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন গাড়িটি স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে চলছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।