
শুভম কর্মকার, ওঙ্কার বাংলা: চলতি বছরে ১৭২তম বর্ষে পড়বে মা সারদার জন্মতিথি। আর সেই উপলক্ষে মেলার আয়োজন করলেন বাঁকুড়ার জয়রামবাটির স্থানীয় বাসিন্দারা। মা সারদার জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে এই প্রথম মেলার আয়োজন করা হয়। রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে কামারপুকুরে যেমন মেলা হয়, ঠিক সেই আদলে এই মেলার আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তারা জানান, ২২ ডিসেম্বর রীতি মেনে মাতৃমন্দিরে মায়ের আবির্ভাব তিথি পালন করা হবে। আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে এই মেলা চলবে বলে জানানো হয়েছে। মা সারদার নামে নতুন করে মেলার প্রচলন শুরু হতে চলায় খুশি স্থানীয় বাসিন্দারা।
১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগজ্জননী মা সারদা। পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার সেই জন্মভিটেতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃমন্দির। মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর মা সারদার আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে। আসন্ন মেলাতে অগণিত ভক্তের সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
ভিডিও দেখুন-