
শেখ এরশাদ, কলকাতা : কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ. আর বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব জামাইষষ্ঠী. এদিন ঘরে ঘরে জামাইদের পাত পেরে খাওয়ান শাশুড়িরা.
এবার জামাইষষ্ঠীতে এলাহি আয়োজন তৃণমূল নেতা মদন মিত্রর. ভবানীপুরের ৬২ পল্লি পুজো প্রাঙ্গণে বুধবার ২৯ জন মেয়ে-জামাই বরণ করলেন পুরোদস্তুর শ্বশুরের ভূমিকায় থাকা মদন মিত্র ও তৃণমূলের নব নির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়. মূলত, যাদের আলাদা করে জামাইষষ্ঠী পালন করার সামর্থ্য নেই সেই সমস্ত দুঃস্থ পরিবারদের নিয়ে পালন করা হলো জামাইষষ্ঠীর অনুষ্ঠান। ভাবছেন সংখ্যাটা ২৯ কেন ? জানালেন কালারফুল বয় নিজেই.
এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন মদন. তিনি বলেন, ‘মোদী কথায় কথায় বলেন , আমি বাঙালি. এদিকে, বাঙালির সংস্কৃতির কিছুই তিনি জানেন না. তাঁকে এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝাতে চাই, এটাই আমাদের সংস্কৃতী ‘ . এই অনুষ্ঠান প্রসঙ্গে রচনা জানান, এই অভিনব অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি আপ্লুত.
এভাবেই ভবানীপুরে ২৯ জন মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে শাড়ি ধুতি উপহার সহযোগে জামাইষষ্ঠী পালন করলেন মদন এবং রচনা। চিংরি, ইলিশ, দই, পঞ্চ ব্যাঞ্জন.. মেনুও ছিল নজরকাড়া.