
প্রতীতি ঘোষ, কামারহাটি:
পদ আজকে আছে, কালকে কাঁচি দিয়ে কেটে দিতে বেশি সময় লাগবেনা ,তৃনমূলের নেতা ও কাউন্সিলরদের হুঁশিয়ারি মদন মিত্রের। মঙ্গলবার রাতে ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষ্যে কামারহাটিতে একটি জনসভার আয়োজন করা হয়।এই জনসভায় মদন অভিযোগ করেন এলাকায় অনেকে তৃনমূল নেতা বেআইনি কাজ করছেন, প্রকৃত তৃনমূল কর্মীদের কাজ করতে বাধা দিচ্ছেন।শাসক দলের সেই সব নেতাদের উদ্দেশ্যেই মদন হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা যদি অন্যায় কাজ করেন তাহলে পদ থেকে সরিয়ে দিতে বেশি সময় লাগবেনা।পাশাপাশি তিনি দলীয় নেতাদের সতর্ক করে বলেন আমরা একই নৌকার যাত্রী।নৌকায় ফুঁটো করলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন।