
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : হাতে আর কয়েকটা দিন. তারপরেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ছটি কেন্দ্রে. আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ. প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল, বিজেপি এবং বামেরা.
মঙ্গলবার সকালে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টপ্প্য . সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাড়ি বাড়িগিয়ে মানুষের সঙ্গে কথা বললাম. প্রচারে খুব ভালো সাড়া পেয়েছি. আশন্ন নির্বাচনে দারুণ ফল করবে তৃণমূল বলে আশাবাদী জয়প্রকাশ.
অন্যদিকে, মাদারিহাটের মুজনাই চা বাগানের হাটখোল্লা কালী মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রাহুল লোহার. এদিন তাঁর সঙ্গে প্রচারে পা মেলালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা. প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ শানান মনোজ টিগ্গা.
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির মনোজ টিগ্গা. ২০২৪-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জিতে সাংসদ হন মনোজ. ফলে, বিধায়কশূন্য হয়ে পড়ে মাদারিহাট বিধানসভা.
এবার মাদারিহাট নিজেদের দখলে নিতে মাঠে নেমে পড়েছে শাসকদল. পিছিয়ে নেই বামেরাও. বামেরা এখানে আস্থা রেখেছে আরএসপি-র পদম ওঁরাওর ওপর.
প্রসঙ্গত, ১৩ নভেম্বর বাংলার যে ছটি কেন্দ্রে ভোট হবে তার মধ্যে একমাত্র মাদারিহাটই ২০২১-এ গেছিল গেরুয়া শিবিরের দখলে. নৈহাটি, সিতাই, তালডাংরা, মেদিনীপুর এবং হাড়োয়া ছিল তৃণমূলের দখলে.
আর জি কর হাসপাতালে তরুণী পড়ুয়া ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলা. সেই আবহে এই প্রথম ভোট হতে চলেছে রাজ্যে. কী হতে চলেছে এই নির্বাচনে ? কার ঝুলি ভরবে, কাকে ফিরতে হবে খালি হাতে? সেদিকেই এখন নজর সকলের.