
নিজস্ব প্রতিবেদক, ওঙ্কার বাংলা: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে শনিবার। আর ফল প্রকাশে নজির গড়ল মাদারিহাট বিধানসভা কেন্দ্র। এই প্রথম এই কেন্দ্রে জয়ী হল ঘাসফুল শিবির। বিজেপির প্রার্থী তারকেশ্বর লোহারকে হারিয়ে শেষ হাসি হেসেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।
২০১১ সালে রাজ্যে পালা বদল হওয়ার পরেও মাদারিহাটে ঘাসফুল ফোটেনি। এই কেন্দ্রে সে সময় জয়ী হয়েছিল আরএসপি। ২০১৬ সালে পদ্ম ফোটে এই কেন্দ্রে। বিজেপির পরপর দু বার এই বিধানসভা কেন্দ্রে জয়ী হন মনোজ টিগ্গা। চলতি বছরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে ভোটে দাঁড়ান তিনি। সাধারণ নির্বাচনে মনোজ টিগ্গা জয়ী হওয়ার পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়। কিন্তু উপনির্বাচনের লড়াইয়ে জয়ী হতে পারল না গেরুয়া শিবির। ৩০ হাজার ৩৯০ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কেন্দ্রে পদ্ম শিবিরের গোষ্ঠী দ্বন্দ্বের ফল ভুগছে বিজেপি। ভোটের আগে থেকেই ‘বেসুরো’ ছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তিনি বার বার পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন। এমনকি উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারেও তাঁকে দেখা যায়নি।