
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : প্রার্থী মনোনীত হবার পর থেকই নির্বিঘ্নে প্রচার চালিয়ে যাচ্ছিলেন মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। সাড়াও পাচ্ছিলেন ভালো। তবে ধাক্কা খেলেন হানটাপাড়া বাগানে ঢুকে। চা বলয়ে ঢুকেই অস্বস্তিতে পড়লেন তিনি। শ্রমিকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তুলে ধরেন বিভিন্ন দাবি।
শ্রমিকদের অভিযোগ,হানটাপাড়া চা বাগানে এখনো জলের সমস্যা রয়েছে। সমস্যা সমাধানের কোনও উদ্যোগ নেই। অথচ, এখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড থাকা সত্বেও কোথাও কোথাও জল কিনে খেতে হচ্ছে। এছাড়াও জমির পাট্টা, বোনাস,মজুরি নিয়ে ও অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।
নির্বাচনী প্রচারে এসে শ্রমিকদের ক্ষোভর মুখে পরার ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন তৃণমূল প্রার্থী জয় প্রকাশ। যদিও পরে অস্বস্তি কাটিয়ে বিষয়টি সামলে নিয়ে শ্রমিকদের আশ্বস্ত করবার চেষ্টা করেন তৃণমূল প্রার্থী।
জয়প্রকাশ বাবু আরও বলেন, সংশ্লিষ্ট বাগানে কিছুটা জলের সমস্যা রয়েছে। নানান অসুবিধার দরুন সব এলাকায় সরোবরাহ হচ্ছে না জল। তবে সমস্যা দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি. পাশাপাশি, এলাকায় কাজ না করার অভিযোগ তুলে তোপ দাগেন বিজেপি নেতৃত্বকেও
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন. মাদারিহাট ছাড়াও ভোট হতে চলেছে নৈহাটি, সিতাই, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরায়