
নিজেস্ব প্রতিনিধিঃ ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত, পর্ষদের তরফে আগে জানানো হয়েছিল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। কিন্তু সেই সূচি পরিবর্তন করে নতুন সূচি ঘোষণা করল পর্ষদ।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষের দিনেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল। সেই সূচিতে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরবর্তীতে সেই সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পর্ষদ। কারণ সরকারি ছুটির তালিকা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি দিনটিতে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস। আর ওই দিন রাজ্যে সরকারি ছুটি। পাশাপাশি, ২০২৫ এ শবেবরাতও পড়ছে ওই দিনেই। শবেবরাতেও সরকারি ছুটি থাকে। তাই মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর সূচী বদল করা হয়েছে।