
নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক ২০২৪ এর সময় পিছনোর দাবিতে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে। মামলাকারী বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসু জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করেছেন। ২৪ তারিখ শুনানির সম্ভবনা রয়েছে।
সংগঠনের দাবি, রাজ্যের প্রায় দশ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর অসুবিধা বিবেচনা করা হয়নি। বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গেও আলোচনা হয়নি। তারপরেও ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা হবে বলে জানানো হয় আদালতকে। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ। তাই নতুন সময় রদ করে পূর্বের সময় অনুসারে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার দাবি। মামলায় দাবি, মধ্যশিক্ষা পর্ষদকে ১৯ জানুয়ারি লিখিত ভাবে ইমেল করে অনুরোধ করা হয়। কিন্তু পর্ষদ কোনওরকম সদর্থক পদক্ষেপ করেনি। অ্যাসোসিয়েশন ছাত্র স্বার্থে এদিন আদালতে বিষয়টি উল্লেখ করে। তাঁদের বক্তব্য, জীবনের প্রথম পরীক্ষার সময় ছাত্র ছাত্রীরা এমনিতেই উদ্বেগের মধ্যে থাকে। পরীক্ষার পূর্ব মুহুর্তের প্রস্তুতি আছে। তার মধ্যে সাতসকালে বাড়ি থেকে বেরনো একটা বাড়তি মানসিক চাপ সৃষ্টি করবে। দ্বিতীয়ত, পরীক্ষার কেন্দ্রগুলি ছাত্র ছাত্রীদের নিজের স্কুলে হয় না। বাড়ির দূরবর্তী স্কুলে হয়। প্রান্তিক জেলাগুলোতে কেন্দ্রগুলো অনেক দূরে হয়ে থাকে। যাদের ট্রেন ধরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়, তাদের তো আরও অসহায় অবস্থা।