
প্রদীপ মহাতো, পুরুলিয়া : প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল. এবছর মেধা তালিকায় স্থান পেয়েছে ৫৭ জন. পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ. এবছর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু. তার প্রাপ্ত নম্বর ৬৯২। আশা করেছিল ফল ভাল হবে. তবে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে, এমনটা ভাবতেও পারেনি সাম্যপ্রিয়. ফোনের নেশা না থাকলেও নেশা রয়েছে খেলাধুলার. ভালবাসে অরিজিৎ সিং-এর গান শুনতে.
জীবনের প্রথম পরীক্ষা. প্রস্তুতিও ছিল জোরদার. দিনে ৪ থেকে ৫ ঘণ্টা পড়ত সাম্যপ্রিয়. পরীক্ষা যখন দোরগোড়ায়, তখন রাত জেগেও পড়ত.
ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সাম্য. মাধ্যমিকে সাফল্য পেয়ে গেলেও এখনও অনেকটা পথ চলা বাকি. লক্ষ্য স্থির রেখে সে পথেই এগিয়ে যেতে চায় মাধ্যমিকের কৃতি ছাত্র.