
নিজস্ব সংবাদদাতা : ভিন জাতের সঙ্গে নিজের মেয়ে বিয়ে করায় নিজেকেই গুলি করলেন বাবা । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অভিযোগ, ৪৯ বছর বয়সী ভদ্রলোক কর্মসূত্রে এক মেডিকেল স্টোরের মালিক, তার মেয়ে পরিবারের মতামতের বিরুদ্ধে বিয়ে করার কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সূত্র মারফত জানা গেছে, পরিবারের সদস্যরা গুলির শোনার পর তাঁর শোবারঘরে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ কর্মকর্তা কৃষ্ণলাল চন্দানি জানিয়েছেন, বাবার মৃত্যুর ১৫ দিন আগে তার মেয়ে পাশের একটি অন্য সম্প্রদায়ের যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। পরে তাকে ইন্দোরে খুঁজে পাওয়া গেলে মেয়েকে তিনি বাড়ি ফিরিয়ে আনেন। এরপর বিষয়টি আদালতে গড়ায়। শুনানির সময় তার মেয়ে দাবি করে তাদের বিয়ে আইনগতভাবে বৈধ এবং তিনি নিজের ইচ্ছায় স্বামীর সঙ্গে চলে যায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত ব্যক্তির ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নিজের মেয়ের আধার কার্ডের প্রিন্ট আউট এর উপর তিনি মেয়ের সিদ্ধান্তের জন্য গভীর দুঃখ প্রকাশ করে গেছেন। ওই নোটে তিনি জানিয়েছেন, “তুমি ভুল করেছ, আমি চলে যাচ্ছি। আমি দু’জনকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কীভাবে আমি আমার মেয়েকে মারব ? তুমি যা করেছ তা ঠিক ছিল না… আর সেই আইনজীবী, যে কিছু টাকার জন্য পুরো একটি পরিবারকে শেষ করে দেয় – তারও কি মেয়ে নেই ? সে কি বাবার যন্ত্রণা বুঝতে পারে না ? এক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, আর সমাজে এখন কিছুই অবশিষ্ট নেই।”
আইনি প্রক্রিয়ার প্রশ্ন তুলে তিনি আরো বলেন যদি আর্য সমাজের অধীনে বিয়ে বৈধ না হয় তাহলে কিভাবে আদালত মেয়েকে তার সঙ্গীর সঙ্গে যাওয়ার অনুমতি দিল ?
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন মৃতার আত্মীয়রা ছেলেটির বাবাকে তার বাড়ি থেকে বার করে এনে মারধর করেছে। পরে প্রতিবেশীরা সেই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে। এখনো পর্যন্ত আত্মহত্যা এবং তার পরবর্তী ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। ঘটনায় এখনো তদন্ত চলছে বলে জানা গেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।