
সোমনাথ মুখোপাধ্যায়ঃ মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়ে মোদী ঝড়। বিজেপির সামনে দাঁড়াতেই পারল না ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেস। যদিও এই জয়ে বিজেপিকে কৃতিত্ব দিতে নারাজ বঙ্গের শাসক তথা ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। ফলাফল প্রসঙ্গে তৃণমূল মুখপত্র কুণাল ঘোষের দাবি, বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা।
কুণাল ঘোষ আরও বলেন, “তিনটি রাজ্যে বিজেপি কংগ্রেসকে পরাজিত করে সরকার গড়ার দিকে যাচ্ছে। একটি রাজ্যে যেখানে অন্য একটি দল ক্ষমতায় ছিল তাদের হারিয়ে কংগ্রেসের জেতার মতো প্রবণতা দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির জয় বিজেপির সাফল্য নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের যে দুর্বলতা, যে সাংগঠনিক ব্যর্থতার কথা আমরা বারবার বলছিলাম, এটা কংগ্রেসের সেই সাংগঠনিক দুর্বলতা ও ব্যর্থতা। বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা।”